
প্রশ্নপত্রে অসঙ্গতি থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় নতুন এমসিকিউ অংশের পরীক্ষায় শুধু ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তিচ্ছুরা অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন।
তবে এই ইউনিটে অংশ নেয়া বিজ্ঞান ও মানবিকের ভর্তিচ্ছুদের ভর্তির ফলাফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশিত হবে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাবির জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ও কলা শাখার শিক্ষার্থীদের ফলাফল ১৭ এপ্রিল তারিখ সকাল ১১টায় প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান ও কলা শাখার ব্যবসায় শিক্ষা ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৯ এপ্রিল তারিখ পর্যন্ত তাদের বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবে।
এছাড়াও ওই বিজ্ঞপ্তিতে ব্যবসায় শাখা থেকে অংশ নেয়া শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষা নেওয়ার বিষয়টি জানানো হয়। আগামী ১৭ মে পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর