
যশোরের ঝিকরগাছার জয়কৃষ্ণপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো মোঃ শাফিন (৩), পিতা- সাইফুল ইসলাম এবং মেহেরিনি খাতুন (৩), পিতা- জহির উদ্দিন।
স্থানীয়রা জানান, শিশু দুটি খেলা করতে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। এ সময় তারা খেলতে খেলতে পুকুরে পড়ে গেলে স্থানীয় একজন মহিলা দেখতে পেয়ে চিৎকার করলে লোকজন ছুটে এসে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর