
ময়মনসিংহের হালুয়াঘাটে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
জানা যায়, মনিকুড়া গ্রামের সুমনের ছেলে সুজন মিয়া (১৫) প্রতিবেশী ৬ বছরের মেয়ে শিশুকে মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বিস্কুটের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে উচ্চশব্দে গান বাজিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে সুজনকে আসামি করে হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করে।
হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের বলেন, অভিযুক্তকে আটক করে বুধবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর