
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ১৫ ঘণ্টার মধ্যে পৃথক দুই স্থানে দুইজন প্রতিবন্ধী ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা ঘটনায় দুটি মামলা দায়ের ও অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোল্লার বাড়িতে গেল ১১ এপ্রিল রাত দেড়টায় ধর্ষণের। স্বামী পরিত্যক্তা মানসিক প্রতিবন্ধী নারী (৩৫) প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আগে থেকে ওঁতপেতে থাকা একই বাড়ির নুরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন খোকন (৫০) ঘরে কেউ না থাকার সুযোগে চুপিসারে ভিকটিমের শয়ন কক্ষে ঢুকে পড়ে।
পরে তার ওড়না দিয়ে মুখ পেঁচিয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। ওই নারীর শোর চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজনের আনাগোনায় ব্যর্থ হয়ে পালিয়ে যায় লম্পট খোকন। এ ঘটনায় মঙ্গলবার নির্যাতিতা নারীর ভাবি নাজমুন নাহার বাদী হয়ে আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আনোয়ার হোসেন খোকন পলাতক রয়েছে।
এদিকে, ১৫ ঘণ্টার ব্যবধানে গেল ১২ এপ্রিল শনিবার বিকেলে রামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ছুকানি বাড়িতে শারীরিক, মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৫) ধর্ষণের শিকার অভিযোগ উঠে। ধর্ষিতা কিশোরীর মা তার চাচি ধর্ষক রোমানের মাকে তাদের ঘরে ডেকে আনতে পাঠালে মায়ের অনুপস্থিতিতে ঘরে একা পেয়ে তার নিজ বসতঘরে ওই প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে।
এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষক রোমানের বিরুদ্ধে মামলা দায়ের করে।অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পরপরেই পুলিশ রোমানকে গ্রেফতার করে। রোমান ধর্ষিতা কিশোরীর একই বাড়ির ছালা উদ্দিনের ছেলে এবং সম্পর্কে চাচাতো ভাই।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, অভিযুক্ত রোমানকে বুধবার বিকালে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর অভিযুক্ত খোকনকেও গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমদের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর