
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগের ভিত্তিতে পার্শ্ববর্তী ছাপড়হাটি ইউনিয়নের শোভাগঞ্জ বাজার এলাকার এক ব্যবসায়ীর গোডাউন থেকে এসব পণ্য জব্দ করা হয়।
বুধবার (১৬ এপ্রিল) বিকালে স্থানীয় জনতা পণ্যগুলো আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে তা জব্দ করেন।
স্থানীয়রা জানায়, শান্তিরাম ইউনিয়ন পরিষদের কার্ডধারী ৪০ জন উপকারভোগীর জন্য বরাদ্দকৃত টিসিবির পণ্য বিতরণ না করে ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন স্থানীয় ব্যবসায়ী বেলাল হোসেনের কাছে তা বিক্রি করে দেন।
বুধবার দুপুরে বেলাল হোসেন পণ্যগুলো ভ্যানে করে শোভাগঞ্জ বাজারের পাশের গোডাউনে আনেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তা আটক করেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) গিয়ে ৮০ লিটার সয়াবিন তেল, ৮০ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি ও ২০০ কেজি জাল জব্দ করে ছাপড়হাটি ইউনিয়নের সদস্য আনছার আলীর জিম্মায় রাখেন।
ছাপড়হাটি ইউনিয়ন পরিষদের সদস্য আনছার আলী বলেন, ‘প্রশাসনের নির্দেশে জব্দকৃত টিসিবির পণ্য আমার জিম্মায় রাখা হয়েছে। উপজেলা প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
তবে অভিযোগ অস্বীকার করে শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন বলেন, ‘ডিলার টিসিবির পণ্য উপকারভোগীদের মাঝে বিতরণ করেন। এখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে।’
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ ঘটনাস্থলে যান।
তারা এক ব্যবসায়ীর গোডাউনে টিসিবির পণ্য পেয়ে তা জব্দ করেন এবং পরে সেগুলো এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়। বিষয়টি তদন্ত করে মামলা হবে কি না, তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর