
শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় যাত্রীবাহী একটি লেগুনা ড্রেনে পড়ে দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আশুলিয়ার এনভায় গার্মেন্টসের সুপারভাইজার মো. বদরুল আলম গাজী হাবীব (৩৮) এবং ইউনিমাস ক্যাপ ফ্যাক্টরির সিনিয়র অপারেটর মো. হৃদয় মিয়া (৩৫)। ঘটনায় আহতরা হলেন, বিলকিস (৩০), সুব্রত পাল (৩২) ও নূরুল ইসলাম (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের বৃষ্টিতে সড়কের পাশের নির্মাণাধীন ড্রেণে পানি জমে যায়। আশুলিয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা বাইপাইল গামী যাত্রীবাহী একটি লেগুনা জামগড়া এলাকায় পৌছলে যানযটের কারণে ফ্যান্টাসি কিংডমের পাশ দিয়ে শাখা সড়কে পাশেই অবস্থিত ড্রেন করে রাখা খাঁদে পড়ে যায়।
স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত পানি থেকে যাত্রীদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকীদের চিকিৎসা দেয়া হয়েছে। ওই লেগুনায় দূর্ঘটনার সময় অন্তত ৮/১০জন যাত্রী ছিল।
এ ব্যাপারে জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, আমরা শুনেছি ২ জন নিহত ও ৩ জন আহত। নিখোঁজের খবর কেউ সুনির্দিষ্ট করে বলতে পারেনি। তাও আমরা খুঁজে দেখেছি, ড্রেনের পানি যেখানে পড়ে সেখানকার স্লাব উঠিয়েও দেখা হয়েছে। এমন কিছু পাওয়া যায়নি।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক মো: হারুন অর রশিদ জানান, আমাদের হাসপাতালে চারজনকে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। বাকী দুইজনের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত লেগুনাটি জব্দ করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া লেগুনার চালক ও হেলপারকে আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর