
ছয় দফা দাবিতে গতকাল বুধবার রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ করে কারিগরি শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই অবরোধে স্থবির হয়ে পড়ে রাজধানীর একাংশ।
শুধু রাজধানী নয়, শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ দেশের বিভিন্ন স্থানের সড়ক অবরোধ করে। এদিকে, কর্মসূচিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হামলা ও গুলি ছোড়ার প্রতিবাদ এবং ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে ঢাকাসহ সারা দেশে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রেলপথ ব্লকেডের ঘোষণা দিয়েছে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
একই সঙ্গে তারা অসহযোগ আন্দোলনেরও ডাক দিয়েছে। দিনভর অবস্থান কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর সাতরাস্তা মোড়ে এই ঘোষণা দেয় কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল ১০টা থেকে তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে স্থবির হয়ে যায় পুরো ঢাকা।
তেজগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, কারওয়ান বাজার, মগবাজার, এফডিসি মোড়, হাতিরঝিল, গুলশান, মালিবাগ, মৌচাকসহ চারদিকে ছড়িয়ে পড়ে তীব্র যানজট। শুধু সড়ক নয়, তেজগাঁও, কারওয়ান বাজার, মহাখালী এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঢোকা ও বের হওয়ার মুখও আটকে যায়। বিকেল সোয়া ৩টা থেকে রাজধানীতে শুরু হয় ঝড়-বৃষ্টি। এতে মানুষের ভোগান্তি আরো বেড়ে যায়।
রাজধানী ছাড়াও চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, দিনাজপুর, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ ও মুন্সীগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বলে বিডি২৪ লাইভ এর প্রতিনিধিরা জানিয়েছেন।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো : জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০ শতাংশ পদোন্নতির কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের জন্য ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি বাধ্যতামূলক করা, সব কারিগরি পদে শুধু কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ, প্রতিটি বিভাগীয় শহরে একটি করে কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন, মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা চালু ও ডিপ্লোমা প্রকৌশলীদের শিক্ষক পদে আবেদনের সুযোগ নিশ্চিত করা এবং বেসরকারি খাতে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যূনতম বেতনকাঠামো নির্ধারণ।
জুবায়ের পাটোয়ারী বলেন, ‘দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বৃহস্পতিবার আমরা সারা দেশে অসহযোগ আন্দোলন করব। সেই সঙ্গে দেশের সব গুরুত্বপূর্ণ পয়েন্টে রেলপথ ব্লকেড করা হবে।
গত রাতে তাদের ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ নামের ফেসবুক পেজে জানানো হয়, আজ সকাল ১১টায় একযোগে সারা দেশে রেল ব্লকেড কর্মসূচি পালিত হবে। যেসব পলিটেকনিক ইনস্টিটিউটের আশপাশে রেলস্টেশন বা রেললাইন নেই তারা মহাসড়ক ব্লকেড কর্মসূচি পালন করবে।
জুবায়ের পাটোয়ারী বলেন, ‘দিনভর আমরা ঢাকাসহ সারা দেশে সড়ক অবরোধ করেছি। আজ মানুষের যে ভোগান্তি, সেটাই সামনে আসছে, সমালোচনা হচ্ছে।
কিন্তু যৌক্তিক দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি, অথচ আমাদের ভাইদের গুলি করা হয়েছে, রক্ত ঝরেছে। জুলাই অভ্যুত্থানের পর যদি কোনো ক্যাম্পাসের শিক্ষার্থীরা গুলি খেয়ে থাকে, সেটা পলিটেকনিকের শিক্ষার্থীরা। এটা মেনে নেওয়া যায় না।’
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর