
নীলফামারীতে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) রাত ১০টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারী জেলা পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খাঁন এর দিক নির্দেশনায় অভিযান চালানো হয়।
নীলফামারী সদর সার্কেল ফারুক আহমেদ ও নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ এম.আর সাঈদের নেতৃত্বে একটি চৌকস টিম নীলফামারী পিটিআই মোড় এলাকায় অভিযান চালিয়ে দুটি বাদামের বস্তায় মাদক পাচারকালে রফিকুল ইসলামকে (৩৮) গ্রেফতার করে নীলফামারী পুলিশ।
রফিকুল ইসলাম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার সোনাহার ইউনিয়নের বুগড়াপাড়ার আফতার উদ্দিনের ছেলে। ধৃত মাদক ব্যবসায়ী রফিকুলের কাছ থেকে ১৫ কেজি ৩ শত গ্রাম গাঁজা উদ্ধার করেন। যার বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ ৬ হাজার টাকা।
জানা যায়, উক্ত গাঁজার চালানটি হবিগঞ্জ জেলা থেকে মাদক ব্যবসার মূল হোতা গ্রেফতারকৃত আসামি পঞ্চগড়ের রফিকুল ইসলামের নিকট পাঠায়। উক্ত গাঁজার চালানের সাথে আরো কয়েকজন নাম না জানা মাদক ব্যবসায়ী জড়িত আছে।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার কৃত রফিকুলের সাথে আরও ব্যবসায়ী জড়িত রয়েছে এবং সেটা নিবিড় তদন্তের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নীলফামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক মামলা রুজু করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর