
লালমনিরহাটের জর্জকোটে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব আত্মীয় স্বজনসহ অর্থের বিনিময়ে পতিত স্বৈরাচারের দোসরদেরকে সম্প্রতি চাকুরিতে নিয়োগ দেয়ার অভিযোগ তুলে উক্ত নিয়োগ বাতিলের দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সচেতন নাগরিক সমাজ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরে সেখান থেকে একটি মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে পুনরায় মিশনমোড় চত্বরে এসে শেষ হয়। মিছিলে সচেতন নাগরিক সমাজের সদস্যবৃন্দরা ছাড়াও হাজারো সাধারণ মানুষজন অংশগ্রহণ করে।
সচেতন নাগরিক সমাজ লালমনিরহাটের আহ্বায়ক জয়নুল আবেদীন স্বপনের আহ্বানে প্রতিবাদ সমাবেশে সচেতন নাগরিক সমাজের সদস্য একেএম মমিনুল হক, আফজাল হোসেন, আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তব্যে বক্তারা সম্প্রতি লালমনিরহাটের জেলা আদালতের অফিস সহায়ক, জারিকারকসহ ২৪ পদে নিয়োগে স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন এবং বিগত সরকারের দোসরদের চাকুরিতে যোগদান করানো হয়েছে মর্মে অভিযোগ করেন।
এসময় উক্ত নিয়োগ বাতিল করার দাবি জানান তারা। দ্রুত নিয়োগ বাতিল করা না হলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ গ্রহণেরও হুমকি দেন সচেতন নাগরিক সমাজের নেতৃত্ববৃন্দরা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর