
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং এলাকার "আল বাইতুল মামুর সালাফী জামে মসজিদ" ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও মুসল্লিদের ওপর রক্তক্ষয়ী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আশুলিয়ায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় জমঈয়ত ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে মাদ্রাসাটির সকল শিক্ষক-শিক্ষার্থীরা মাঠে মানব বন্ধন করে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডঃ আহমাদুল্লাহ ত্রিশালী।
এসময় তিনি জানান, গত ১৪ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাঘাচং এলাকার "আল বাইতুল মামুর সালাফী জামে মসজিদ"টি কতিপয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভেঙে দিয়েছে এবং মসজিদ নির্মাণের জন্য জমা করা মালামাল কিছু নিয়ে গেছে এবং কিছু পানিতে ফেলে দিয়েছে। পরে তারা মুসল্লিদের উপর হামলাও করে। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস বাংলাদেশের একটি বৃহৎ সংগঠন। এখানে প্রায় চার কোটি আহলে হাদিস।
তিনি জানান, এর আগে কখনো কোন সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ করে কতিপয় উগ্র ব্যক্তিদের উসকানিমূলক বক্তব্যের কারণে এই মসজিদটির উপর হামলা করা হয় এবং মসজিদটি ভেঙে চুরমার করে দেয়া হয়। সেই সাথে মুসল্লিদের উপর হামলা করে রক্তাক্ত করা হয়।
এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে চাই, বাংলাদেশ এখন একটা বৈষম্যবিরোধী অবস্থায় চলছে। আলহামদুলিল্লাহ বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। তাহলে কেন সহিহ শুদ্ধভাবে নামাজ পড়ার জন্য নির্মিত মসজিদটি ভেঙে দিতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রশাসনের প্রতি অনুরোধ করে জানান, যারা এর সাথে জড়িত রয়েছে, এই দু:ষ্কৃত করেছে, তাদেরকে যেন দ্রুত চিহ্নিত করে এবং মসজিদটির যে ক্ষতি করেছে সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সালাত আদায়ের ব্যবস্থা করে দেন। সেই সাথে দেশবাসির সাথে সাথে, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো, এভাবে যেন কখনোই কোন এলাকায় ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে কোন সন্ত্রাসী কার্যক্রম না হয়।
এটা থেকে সকলকেই আমরা বিরত থাকার আহ্বান জানাবো। এছাড়া আমাদের সারা বাংলাদেশে চার কোটি আহলে হাদীসদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে মসজিদ ভেঙে দেওয়ায়, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এটা মর্মান্তিক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, মুসলমানদের দ্বারা মসজিদ ভাংগা হবে এটা নিন্দনীয়।
এসময় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর মহাসচিব শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, সিনিয়র যুগ্ম সেক্রেটারি জেনারেল শাইখ হারুন হুসাইন সহ সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং এলাকার "আল বাইতুল মামুর সালাফী জামে মসজিদ" ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও মুসল্লিদের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর