
এনবিআর চেয়ারম্যান মো আবদুর রহমান খান বলেন, ট্রাভেল ট্যাক্স এয়ারলাইন কোম্পানিগুলো টিকিটের মূল্যের সাথে সংগ্রহ করে। কিন্তু কখনও কখনও কোম্পানিগুলো এই টাকা সরকারকে দেয় না বা দিতে পারে না।
আগারগাঁওয়ের রাজস্ব বোর্ড ভবনে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের প্রাক-বাজেট আলোচনা। ছবি: টিবিএস
বিদেশ ভ্রমণে ট্রাভেল ট্যাক্সের টাকা সরাসরি যাত্রীদের থেকে নিতে চায় সরকার।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব বোর্ড ভবনে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান মো আবদুর রহমান খান।
তিনি বলেন, এ ট্রাভেল ট্যাক্স এয়ারলাইন কোম্পানিগুলো টিকিটের মূল্যের সাথে সংগ্রহ করে। কিন্তু কখনও কখনও কোম্পানিগুলো এই টাকা সরকারের কোষাগারে জমা দেয় না বা কোম্পানি দেউলিয়া হয়ে যায় বা তারা ব্যবসা বন্ধ করে চলে যায়।। তাই আমরা চাচ্ছি যাত্রীদের ট্রাভেল ট্যাক্স যাত্রী নিজে দিবে। তারা টাকা জমা দিয়ে চালান নিবে এবং সেটা দেখিয়ে চলে যাবে।
এছাড়াও উপস্থিত ব্যবসায়ী সংগঠনের নেতারা ব্যবসা সহজীকরণের বিষয়ে বিভিন্ন দাবি জানান।
এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এওএবি) জেট ফুয়েলের উপর আমদানি শুল্ক ও মূসক অব্যাহতি, উড়োজাহাজের বিভিন্ন যন্ত্রপাতির উপর কর হ্রাসের প্রস্তাব করেছে।
স্থানীয় সোলার প্যানেল উৎপাদকদের ৫০০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে সোলার মডিউল ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
এদিকে মিষ্টি বিক্রিতে মূসক ১০ শতাংশ কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের।
আবার যাত্রীবাহী নৌযানের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের উপর মূসক অব্যাহতির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়ে অ্যাসোসিয়েশন।
অন্যদিকে বাংলাদেশ ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন অব ট্রান্সফরমার এন্ড সুইচগিয়ার রপ্তানি আদেশ এ কার্যাদেশে ৬৫ শতাংশ কাঁচামালের উপর সম্পূর্ণ শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দেয়।
এরপরে সমাপনী বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান উপস্থিত ব্যবসায়ী সংগঠনের নেতাদের নিশ্চিত করেন যে এনবিআর চেষ্টা করবে, যেখানে যেখানে সহজ করা দরকার, সেটা তারা করবে।
আবদুর রহমান বলেন, "আমাদের এবারের বাজেটের মূল টার্গেট হচ্ছে আমরা ট্রেন্ডকে ফ্যাসিলেটেড করব। লুপ হোল গুলো বন্ধ করব আর বৈষম্য যত পারি কমাব।"
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর