
রাজবাড়ীর পাংশায় বালতির পানিতে পড়ে রোজা নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
মৃত ওই শিশুটি হলো উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী পশ্চিমপাড়া গ্রামের রেজাউল ইসলামের মেয়ে রোজা।
স্থানীয়রা বলেন, রোজা বাড়ির মধ্যেই খেলা করছিল। বাড়িতে অনেক মানুষও ছিল, হঠাৎ রোজাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়িতে থাকা একটি বালতির পানির মধ্যে রোজাকে পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে রোজাকে মোটরসাইকেলে দ্রুত পাংশা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা মডেল থানার ডিউটি অফিসার বলেন এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর