
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় বজ্রপাতে একটি বকনা গরুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত গরুটির মালিক মো. আবু হোসেন জানান, প্রতিদিনের মতো তিনি তার তিনটি গরুকে বাড়ির পাশের একটি বাগানে সবুজ ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রেখেছিলেন। হঠাৎ আকাশে ঘন মেঘ জমে বজ্রপাত শুরু হলে তিনি গরুগুলোর দিকে ছুটে যান। কিন্তু সেখানে গিয়ে দেখতে পান, একটি বকনা গরু বজ্রপাতে মারা গেছে।
তিনি জানান, নিহত গরুটির আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা, যা তার পরিবারের জন্য একটি বড় ধরনের আর্থিক ক্ষতি।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, “বজ্রপাতে একটি গরুর মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। এমন প্রাকৃতিক দুর্যোগে গবাদিপশুদের খোলা আকাশের নিচে রাখা থেকে বিরত থাকার জন্য আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি।”
তিনি আরও বলেন, “গ্রীষ্মকালে অতিরিক্ত তাপদাহেও গরুদের সরাসরি রোদে না রাখার অনুরোধ করছি। উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
প্রাকৃতিক দুর্যোগের এই ঘটনা স্থানীয় কৃষক সমাজে শোকের ছায়া ফেলেছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতা বাড়ানো ও আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর