
কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ আদালত সংলগ্ন ডায়াবেটিক হাসপাতালের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- হৃদয় মিয়া (৩০), দুলাল (৪৮), দীপু (২৫), ফরিদ (৩৮), ওয়েব আলী (৫৫), রহমত আলী (২৮) ও বরকত আলি (৩৫)।
হৃদয় মিয়া (৩০), দুলাল (৪৮), দীপু (২৫), ফরিদ (৩৮), ওয়েব আলী (৫৫), রহমত আলী (২৮) ও বরকত আলি (৩৫) আহত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত (১০ এপ্রিল) অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ওই এলাকার জনৈক সোহেল মিয়া বাদি হয়ে ১৫ জনকে আসামি করে অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।
উক্ত মামলায় উল্লিখিত আসামিরা আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন নেয়। এসময় সবাই বাড়ি ফেরার পথে আদালত সংলগ্ন ডায়াবেটিস হাসপাতালের সামনে আগে থেকে উৎ পেতে থাকা বাদী পক্ষের অন্তত ১৫/২০ লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তারা আহত হন।
হামলার পর আশপাশের লোকজনের সহায়তায় আদালতের কয়েকজন পুলিশ আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশংকাজনক অবস্থায় হৃদয় ও দুলালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় এবং বাকিদের চিকিৎসা কার্যক্রম শুরু হয়।
আহত হৃদয়ের চাচা তাহের মিয়া জানান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্ছু মিয়ার নেতৃত্বে তার লোকজন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমার ভাতিজা হৃদয়ের হাতের আঙুল বিচ্ছিন্ন যায় এবং আমার চাচাতো ভাই দুলালের বুকে, পিঠে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি আমি শুনেছি। ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর