
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাদক কারবারিসহ ৪ জুয়াড়ি কে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার রঘুনাথপুর গ্রামের মাদক সম্রাট নাজমুল(৪০), বরুকা গ্রামের মোঃ সুরুজ মিয়া(৫৮), পলাশতলী এলাকার মোঃ সাইফুল ইসলাম (৫০), মোঃ সেকান্দর আলী(৬৫) ও মোঃ মোকদেস আলী(৭০)।
পরে আটককৃতদের আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে আদালতে সোপর্দ করার বিষয়ে নিশ্চিত করেন ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে এস আই মোঃ আব্দুর রাজ্জাক ও এ এস আই শামীম কবির সঙ্গে ফোর্স রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী নাজমুল(৪০) কে হাতেনাতে আটক করেন। অপরদিকে আরও একটি অভিযানে পলাশতলী এলাকায় ধৃত আসামী মো: সাইফুল ইসলাম এর অফিসারের ঘরে টাকা ও তাস দিয়ে জুয়া খেলার আসর থেকে ৪ জুয়াড়ি কে আটক করেন।
এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ ৪ জুয়াড়ি কে গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর