
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ইজারা দেওয়া ৩ টি সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের বৈধ টোল আদায়ে বাঁধা দেওয়ার অভিযোগ করেছেন ইজারা গ্রহীতা আরিফুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় পৌরসভা কার্যালয়ের হল রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলন থেকে টোল আদায়ে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন এবং পৌর প্রশাসনের সহযোগিতা চান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ আরিফুল ইসলাম বলেন, ১৪৩২ বাংলা সনের জন্য পৌর কর্তৃপক্ষ সরকারি নিয়মনীতি মেনে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি ও স্থানীয়ভাবে মাইকিংয়ের মাধ্যমে পৌরসভার আওতাধীন ৩টি সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ইজারা আহ্বান করে।
সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি বাইপাস স্ট্যান্ডসহ ৩টি স্ট্যান্ড ইজারা বরাদ্দ পাই। ১৭ মার্চ ৩ শ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে পৌরসভার সঙ্গে এক বছরের চুক্তি স্বাক্ষর হয়। ইজারা মূল্য, সরকারি ভ্যাট ও আয়কর পরিশোধ করি। তিনি আরও বলেন,
১ বৈশাখ টোল আদায়ের সময় একটি সুযোগ সন্ধানী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করে টোল আদায়ে বাঁধা দেয় এবং আদায়কারীদের মারধর করে। যুবলীগ ও ছাত্রলীগের নামধারী কিছু লোক টোল আদায়ে বাধা দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন তিনি।
মো: আরিফুল ইসলাম আরও বলেন, আমরা পৌরসভার নির্ধারিত ১৫ টাকা হারে টোল আদায় করছি, কোনো অতিরিক্ত টোল নেওয়া হচ্ছে না। একটি মহল চাঁদা আদায়ের মিথ্যা প্রচারণা চালিয়ে অস্থিরতা সৃষ্টি করার পাঁয়তারা করছে। তিনি সাংবাদিকদেরকে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত আখাউড়া পৌরসভার সহকারী প্রকৌশলী মো. তানবীর হোসেন বলেন বর্তমানে পৌরসভায় জনপ্রতিনিধি নাই। উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসকের দায়িত্বে রয়েছেন। সরকারি নীতিমালা মোতাবেক হাট ইজারা দেওয়া হয়েছে। ইজারা থেকে প্রাপ্ত টাকা পৌরসভার উন্নয়ন এবং বিভিন্ন খরচে ব্যয় করা হয়। টোল আদায়ে আখাউড়াবাসীর সহযোগিতা চান তিনি।
এদিকে টোল আদায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে আখাউড়ার সিএনজি,অটোরিকশা চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,তাদের নেতৃত্বে থাকা কয়েকজনের সাথে কথা বলে জানা যায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অসহায় ড্রাইভারদের থেকে চাঁদা আদায়ের নামে জুলুম করা হতো, শ্রমিকলীগের অফিসের নামে জায়গা দখল করা হতো, রাস্তায় স্ট্যান্ড বসিয়ে চাঁদা আদায় করা হতো,বর্তমানে অন্তর্বর্তী সরকারের আমলে গত কয়েকমাস এসব বন্ধ ছিলো কিন্তু পহেলা বৈশাখ থেকে আবার শুরু করেছে এতে মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানুষ আখাউড়া আগরতলা সড়কে নেমে আন্দোলন করেছে। রাস্তায় স্ট্যান্ড রেখে কীসের ইজারা প্রশ্ন তাদের।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর