
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আগামী রোববার (২০ এপ্রিল) রাজনৈতিক দলের নিবন্ধন ও নির্বাচন কমিশনের গঠনমূলক সংস্কার নিয়ে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এদিকে নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার সময় তিন মাস বাড়ানোরও আবেদন করেছে দলটি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সিইসির একান্ত সচিব আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দলটির পক্ষ থেকে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। সিইসি তাদের রোববার ১২টায় সময় দিয়েছেন। এটিই হবে এনসিপির সঙ্গে ইসির প্রথম বৈঠক। এছাড়া তারা নিবন্ধন আবেদন জমা নেওয়ার সময় ৯০ দিন বাড়ানোরও আবেদন করেছে।
এদিক আজ বৃহস্পতিবার দল নিবন্ধন আবেদন জমা নেওয়ার সময় বৃদ্ধি চেয়ে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চিঠিতে বলা হয়েছে, বর্তমান নির্বাচন কমিশন আইন সরকারের প্রভাবমুক্ত নয় এবং অতীত অভিজ্ঞতা অনুযায়ী, আওয়ামী লীগ সরকার কমিশনকে ব্যবহার করে সাধারণ নির্বাচনকে প্রভাবিত করেছে। এছাড়া নির্বাচনকালীন সরকারের অনুপস্থিতি এবং ভোট ডাকাতিসহ নানা অনিয়মের অভিযোগও চিঠিতে তুলে ধরা হয়েছে।
এনসিপি দাবি করে, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন দেশি-বিদেশি পর্যবেক্ষকদের কাছে বিতর্কিত হিসেবে চিহ্নিত হয়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে বলে জানায় দলটি।
চিঠিতে আরও বলা হয়, ২০০৮ সালের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধনের শর্তাবলি এখন অতিমাত্রায় কঠোর ও ব্যয়বহুল। শতভাগ উপজেলা কমিটির ছবি ও ভোটার তথ্য দাখিলের শর্ত নতুন দলগুলোর জন্য বাস্তবায়নযোগ্য নয়। এ কারণে, দলটি নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের সময়সীমা বাড়ানো এবং সহজীকৃত প্রক্রিয়া চালুর আহ্বান জানায়।
চিঠিতে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের পাশাপাশি নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং রাজনৈতিক দলের নিবন্ধনের আইন ও বিধিমালার পুনর্মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আইন অনুযায়ী, নিজেদের প্রতীকে নির্বাচন করতে চাইলে সংশ্লিষ্ট দলকে ইসি থেকে নিবন্ধন নিতে হয়। এনসিপি আগামী নির্বাচনে নিজেদের প্রতীকে ভোট করতে চাইলে নিবন্ধন নিতে হবে। তবে নিবন্ধনের শর্ত পূরণ দলটির জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে বলে মনে করছেন অনেকে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর