
ডেসটিনির মালিকের নতুন দল বাংলাদেশ আ-আম জনতা পার্টি’আত্মপ্রকাশের দিনেই নাম নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে মিয়া মশিউজ্জামানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নির্বাচন কমিশনে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে মিয়া মশিউজ্জামানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’।
আমজনতার দল-এর সদস্য সচিব মো. তারেক রহমান বলেন, আমরা নির্বাচন কমিশনকে অবগত করতে এসেছি-একটা দল এক্সিংটিং রয়েছে, এ নামের আগে একটা ‘আ’ লাগিয়ে দিয়ে, বাংলাদেশ লাগিয়ে দিয়ে একটা নতুন দল করছে এটা বাজে সংস্কৃতি।
তিনি বলেন,‘ডেসটিনির বাটপারির কথা’ সবাই জানে কালোটাকার কোনো দলকে বর্তমান ইসি নিবন্ধন দেবে না।
এ বিষয়ে জানতে চাইলে আমজনতার দলের সভাপতি মিয়া মশিউজ্জামান জানান, গণ অধিকার পরিষদ দুই ভাগ হওয়ার পর একাংশ নিবন্ধন পায়, অন্য অংশটির নিবন্ধনের বিষয়টি ‘পেন্ডিং’ রয়েছে। এ অবস্থায় নাম পাল্টে এ বছরের ২৬ জানুয়ারি আমজনতার দলের আত্মপ্রকাশ হয়।
তিনি বলেন, আমজনতার দল ইসির কাছে নথিভুক্ত নাম। সরকারি বিভিন্ন অনুষ্ঠানেও একই নামে আমন্ত্রণ পাচ্ছি। একই নামে ইসির দৃষ্টি আকর্ষণ করছে। আমরা জানুয়ারি মাসে নথিভুক্ত, নিবন্ধন আবেদনের ফরম সংগ্রহ করছি। এ নামে আরেকটা দল নথিভুক্ত হতে পারে না। এ নামের কাছাকাছি কোনো দল এলেও তা অগ্রাহ্য করবেন- এ বিষয়টি আমরা কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছি।
আমজনতার দলের প্রতিনিধি সাধনা মহল বলেন, তারা সামান্য ভুল করেছে। ওনাদের দলের নাম হওয়া উচিত আমজনতার শত্রু পার্টি। ডেসটিনি রূপ দিয়ে অপকার ছাড়া কোনো নাগরিকের উপকার হয়েছে? এ দেশে কি কালো টাকার মালিক, চোর, ডাকাতদের রাজনৈতিক দল নিবন্ধন দেওয়ার কথা ছিল। এগুলো বাস্তবায়ন করা যাবে না।
এর আগে সকালে বনানীতে শেরাটন হোটেলে এক অনুষ্ঠানে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’আত্মপ্রকাশ করেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর