
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী মাসে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। এটি সম্পূর্ণই ব্যক্তিগত ও সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল, কোনো রাজনৈতিক আলোচনা হয়নি।”
তিনি আরও বলেন, “খালেদা জিয়া বর্তমানে কিছুটা সুস্থ। তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।”
প্রসঙ্গত, চলতি বছরের ৭ জানুয়ারি কাতারের আমিরের উদ্যোগে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেওয়া হয়। সেদিনই লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে টানা ১৭ দিন চিকিৎসা শেষে তিনি ছেলের বাসভবনে ওঠেন।
বর্তমানে তিনি লন্ডনের প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ ড. জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
৭৯ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিক দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ একাধিক জটিল শারীরিক সমস্যায় ভুগছেন।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর