
যশোর এমএম কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র আফনান তাহসিন স্বপ্নীলকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) যশোর শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে তাকে আটক করা হয়। স্বপ্নীল যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বড় আচঁড়া গ্রামের বাসিন্দা আজমত আলীর ছেলে।
যশোর কোতোয়ালি থানায় ভুক্তভোগী এক শিক্ষার্থী লিখিত অভিযোগে জানান, তিনি লেখাপড়ার সুবাদে শহরের একটি মেসে অবস্থান করেন। অভিযুক্ত স্বপ্নীলের সঙ্গেও কলেজে পরিচয়ের সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগে বলা হয়, গত ৪ এপ্রিল রাতে অভিযুক্ত স্বপ্নীল ভুক্তভোগীকে ফোন করে তার মায়ের অসুস্থতার কথা জানিয়ে তাকে বেনাপোলে নিজ বাসায় যাওয়ার অনুরোধ করেন। ভুক্তভোগী মানবিক কারণে পরদিন সকালে বেনাপোল যান। সেখানে অবস্থানকালে রাতে স্বপ্নীল তাকে নিজ রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
পরদিন বিষয়টি স্বপ্নীলের মাকে জানালে তিনি ‘মানসম্মানের’ কথা বলে ঘটনা চেপে যেতে বলেন এবং বিয়ের আশ্বাস দেন।
অভিযোগে আরও বলা হয়, ১০ এপ্রিল স্বপ্নীল পুনরায় তাকে নিজের রুমে ডেকে নিয়ে ‘ঘটনার ভিডিও রয়েছে’ বলে ভয়ভীতি দেখিয়ে আবারও ধর্ষণ করেন। পরবর্তীতে ১৫ এপ্রিল বিয়ের দাবিতে অভিযুক্তের মেসে গেলে তাকে সেখানে মারধর করে বের করে দেওয়া হয়। এরপর তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন এবং কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ হালদার জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার দুপুরে স্বপ্নীলকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর