
চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারে ভোররাতে বাসের ধাক্কায় রিকশাভ্যানের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রিকশাভ্যানচালক আব্দুর রাজ্জাক (৬০) ও যাত্রী গোলাম সরোয়ার (৬৫)। আব্দুর রাজ্জাক চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের মৃত মকছেদ মণ্ডলের ছেলে এবং গোলাম সরোয়ার একই উপজেলার মোহাম্মদজুমা গ্রামের ইসমাইল খন্দকারের ছেলে। নিহত গোলাম সরোয়ার পেশায় একজন চাল ব্যবসায়ী ছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, মোহাম্মদজুমা গ্রাম থেকে একটি রিকশাভ্যানে করে ব্যবসায়িক প্রয়োজনে সরোজগঞ্জ বাজারের উদ্দেশে রওনা হয়েছিলেন গোলাম সরোয়ার ও আব্দুর রাজ্জাক। নয়মাইল বাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি দূরপাল্লার পরিবহন পেছন দিক থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পরিবহনটি ফেলে পালিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তবে দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সর্বশেষ খবর