
বরগুনার তালতলী উপজেলার বড় অংকুজান পাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে আব্দুল ওহাব (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তারই ছেলে আবুল কাসেম (২২) ও স্ত্রী কাজল রেখা বেগমের বিরুদ্ধে।
আহত আব্দুল ওহাবকে স্থানীয়রা উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকদের ভাষ্য, তার শরীরের আটটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল দীর্ঘদিন ধরে। ঘটনার দিন সকালে ভাত চাওয়াকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে মারধর করেন ওহাব। এতে ক্ষুব্ধ হয়ে ছেলে কাসেম ও স্ত্রী মিলে ধারালো অস্ত্র দিয়ে ওহাবকে কুপিয়ে জখম করেন।
অপরদিকে, আহত ওহাব অভিযোগ করেন, স্ত্রী কাজল রেখার সঙ্গে স্থানীয় এক ব্যক্তির অনৈতিক সম্পর্ক রয়েছে। এ নিয়ে আপত্তি জানালে স্ত্রী ও ছেলে মিলে তাকে হত্যার চেষ্টা চালায়।
ঘটনার পর স্থানীয়রা কাসেমকে ধরে গণপিটুনি দেয় এবং তার মা কাজল রেখাকে পুলিশে সোপর্দ করে। বর্তমানে দুজনই পুলিশ হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর