
শেরপুরের নালিতাবাড়ীতে কিশোরীকে (১৫) ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল গ্রামে ওই ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম আবু তাহের (৩২)। তিনি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল গুচ্ছ গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর পিতা কবির হোসেন একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ। রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল গ্রামের বাড়িতে ওই কিশোরী কন্যাকে তার দাদীর কাছে রেখে জীবিকার তাগিদে স্বামী স্ত্রী দুইজনই ঢাকায় থাকেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে সোলারের ব্যাটারি আনার জন্য অভিযুক্ত আবু তাহেরের বোনের বাড়ির পাশ দিয়ে বেলতৈল গুচ্ছ গ্রামে পায়ে হেঁটে যাচ্ছিল ভুক্তভোগী ওই কিশোরী।
এসময় নেশাসক্ত আবু তাহের গুচ্ছগ্রাম সংলগ্ন বাড়ির পাশের রাস্তায় ওঁৎ পেতে ছিল। বাড়ির কাছাকাছি আসামাত্র সুযোগ বুঝে তিনি ওই কিশোরীকে জোর করে ধরে নিয়ে গুচ্ছগ্রামে তার বোন হামিদার নামে বরাদ্দ পাওয়া খালি ঘরে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে কিশোরীর সাথে ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে সে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করেন।
এতে কিশোরী ডাক চিৎকার করতে থাকেন। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে কিশোরীকে উদ্ধার করার পর অভিযুক্ত আবু তাহেরকে বেঁধে রাখেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু তাহেরকে আটক করে থানায় নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বেলতৈল গ্রামে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবু তাহের নামে যুবককে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর দাদি বাদী হয়ে থানায় একটি ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর