
খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ শিক্ষার্থীসহ ৬জনকে ৩ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে উদ্বেগ-উৎকন্ঠা বাড়ছে অপহৃতদের পরিবারে।
এদিকে, অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথবাহিনী।
শুক্রবার (১৮ এপ্রিল) ভোর থেকে খাগড়াছড়ির জেলা শহরের মধুপুর, পানখাইয়া পাড়া ও নোয়াপড়া এলাকায় দুপুর সোয়া একটা পর্যন্ত প্রায় ৭ ঘণ্টা ব্লক রেইড অভিযান চালিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অপহৃতদের উদ্ধার করা যায়নি। এখনও অভিযান চলছে পাহাড়ের বিভিন্ন দুর্গম এলাকায়।
গত বুধবার (১৬ এপ্রিল) বিঝু উপলক্ষ্যে খাগড়াছড়িতে বেড়াতে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৫ শিক্ষার্থীসহ ৬ জন অপহৃত হন। এ ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপকে দায়ী করে প্রেস বিবৃতি দিয়েছিল পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। তবে এ ঘটনায় ইউপিডিএফ সহ দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী।
অপহৃত শিক্ষার্থীরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য রিশান চাকমা, চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তারা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় তাদের বহনকৃত টমটম অটোরিকশা চালকও অপহৃত রয়েছে।
এদিকে অপহৃত চবি'র নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমার মা ভারতী চাকমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সন্তানকে ফেরত চেয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। ভারতী চাকমা লিখেছেন- 'প্লিজ কারো মায়ের বুক খালি না করে দোষ থাকলে, উপযুক্ত শাস্তি দিন তবুও সন্তান হারানোর বেদনা যেন কারো বুকে না লাগে। আমি হাত জোর করছি, ফিরিয়ে দিন আমাদের সন্তানদের।'
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে শুক্রবার সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালানো হয়েছে। অপহৃতদের উদ্ধারে যৌথভাবে জোড়ালো অভিযান চলমান রয়েছে। বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।'
উল্লেখ, অপহৃত শিক্ষার্থীরা বিঝু উপলক্ষ্যে বন্ধুদের সাথে রাঙ্গামাটির বাঘাইছড়ি বেড়াতে যান। সেখান থেকে মঙ্গলবার চট্টগ্রামের উদ্দেশ্যে তারা দীঘিনালা হয়ে খাগড়াছড়ি আসেন।
পরে গাড়ির টিকিট না পাওয়ায় তারা শহর থেকে কিছু দূরে কুকিছড়া নামক এলাকায় বন্ধুর বাসায় রাত্রি যাপন করেন। বুধবার সকাল ৭টার গাড়ির উদ্দেশ্যে তারা অটোরিকশা টমটমে করে জেলা সদরের গিরিফুল নামক এলাকায় পৌঁছলে সাড়ে ৬টার দিকে তাদেরকে অপহরণ করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর