
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক,ন্যাশনাল পিপলস পার্টিও (এনপিপি’র) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়ার আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ২০১৮ সালে নড়াইল-২ আসন থেকে জোটের ধানের শিষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম।
সেদিন নির্বাচনে মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি। মানুষ আজ ভোটাধিকার ফিরে পেয়েছে। নিজের ভোট নিজে দিতে চায়। দেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।
তিনি দৃড়কন্ঠে বলেন, এবারও আমি জোট থেকে ধানের শিষ প্রতীক নিয়ে নির্বাচন করবো ইনশা আল্লাহ। আপনারা সকলে মাঠে কাজ করেন। আপনারা যদি আমাকে নির্বাচিত করতে পারেন তাহলে এলাকার উন্নয়নসহ সুখ, দুঃখে আপনাদের সাথে থাকবো।
শুক্রবার (১৮ এপ্রিল) স্বৈরশাসক ও ফ্যাসীবাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপি নেতৃত্বে যেসব বিরোধীদল রাজপথে থেকে ও ১৬ বছর আন্দোলনে ছিল সেই সব দলের অন্যতম শরীকদল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি’র) লোহাগড়া উপজেলা ও পৌর কমিটির কর্মী সভায় তিনি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
লোহাগড়া উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মী সভায় এসময় আরোও বক্তব্য রাখেন, এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা কাজী শওকত আলী, সাধারণ সম্পাদক বদরুল আলম, লোহাগড়া উপজেলা এনপিপির সিনিয়র সহ-সভাপতি মোল্যা বদিয়ার রহমানসহ প্রমুখ।
কর্মী সভায় এনপিপির লোহাগড়া উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর