
কক্সবাজার সদরের খরুলিয়া হিন্দুপাড়ার টেকে রাস্তায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতের নাম শাহাব উদ্দিন (২৮)। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শূকমনিয়া গ্রামের বাসিন্দা। শাহাব কক্সবাজার শহরের কলাতলী এলাকার ‘ওয়ার্ড বিচ রিসোর্ট’-এর একজন ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৯টার দিকে চট্টগ্রাম থেকে আসা একটি ট্রাকের সঙ্গে খরুলিয়া টেক হিন্দু পাড়া এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শাহাব উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আব্দু রশিদ।
তিনি বলেন, “শাহাব উদ্দিন এলাকার একজন উদ্যমী ও পরিশ্রমী তরুণ ছিলেন। খবর নিয়ে জানতে পেরেছি তার এই আকস্মিক মৃত্যুতে তার পুরো গ্রাম বাকরুদ্ধ। পরিবার, সমাজ ও এলাকাবাসী তার শূন্যতা কখনো পূরণ করতে পারবে না।”
এদিকে, এই মর্মান্তিক ঘটনায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শোকের ছায়া নেমে এসেছে। বহু মানুষ হৃদয়বিদারক বার্তা দিয়ে নিহত শাহাব উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। তার হাস্যোজ্জ্বল মুখ, বিনয়ী আচরণ ও সামাজিক সম্পৃক্ততা স্মরণ করে শোকপ্রকাশ করেছেন অনেকে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর