
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশু মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মো. আরাফাত হোসেন (৮)।
সে একসত্যাপাড়া এলাকার মো. নুর হোসেনের মেজ ছেলে। স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো শিশু আরাফাত।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে মানিকছড়ি উপজেলার দক্ষিণ একসত্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৩টার সময় বাড়ির সামনে উঠানে ফুটবল খেলার সময় বল গড়িয়ে পাহাড়ের নিচে চলে যায়। বলটি কুড়িয়ে আনার জন্য সেই পাহাড়ে নিচে যাচ্ছিলো আরাফাত। তার পাশে পানি তোলার জন্য বিদ্যুৎ সংযোগ তারে পেঁচিয়ে পড়ে গিয়ে বুকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
এ সময় আহত অবস্থায় তাকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।
মানিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো. মাহমুদুল হাসান রুবেল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পানি তোলার জন্য বিদ্যুৎ সংযোগ তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়। মৃত শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর