
খাগড়াছড়ি জেলা সদরের কলেজ গেইট এলাকার মোহাম্মদপুর পাহাড় থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
অস্ত্রের মধ্যে একটি এলজি ও একটি কার্তুজ ছিল। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যার পরে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কলেজ গেইট মোহাম্মদপুর এলাকায় কতিপয় বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার একটি ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসী তাঁদের সাথে থাকা অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি (১টি এলজি ও ১টি কার্তুজ) উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা বলেন, 'এ ঘটনায় মামলা রুজু করা হবে এবং পলাতক সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।
খুব শীঘ্রই তাদের বিভিন্ন প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আমাদের অভিযান চলছে।'
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর