
কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, বাইরে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছেন অভিভাবকরা। তাদের অনেকের চোখে-মুখে দেখা যাচ্ছে উদ্বেগের ছাপ ও তাড়াহুড়ো।
শুক্রবার (১৮ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টায় 'সি' ইউনিটের পরীক্ষার সময় কেন্দ্রগুলোর বাহিরে এই দৃশ্য দেখা যায়।
বন্দরনগরী চট্টগ্রাম থেকে পরীক্ষা দিতে এসেছেন মোহাম্মদ কামাল। সেই বলেন, বাহিরে অপেক্ষা করছে মা। অনেক আশা ভরসা নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে এসেছে। মা কোনোমতে আমাকে একলা আসতে দিচ্ছে না।
মা বাহিরে বসে আছে আমি এখন পরীক্ষা দিতে যাচ্ছি। সারারাত ভালোমতো ঘুমাতেও পারিনি। নিজের সেরাটা দিয়ে বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্ট পড়ার ইচ্ছে আছে।
বিশ্ববিদ্যালয় টিকলে কোন বিষয়ে পড়তে আগ্রহী এমন প্রশ্নে সেই বলেন, একাউন্টটিং নিয়ে পড়ার অনেক ইচ্ছে। আশা করছি ভালো কিছু হবে।
ঢাকা যাত্রাবাড়ি থেকে আগত শেখ মোহাম্মদ ফরিদ নামে এক অভিভাবক বলেন, সন্তানরা যখন কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে তখন বাহিরে অপেক্ষা করা বেশ কষ্টকর। কারণ মেয়ে কেমন পরীক্ষা দিচ্ছে সেটা এখন চিন্তার বিষয়।
এছাড়া এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র পদ্ধতিতে পরীক্ষা হওয়ার কারণে তুলনামূলক শিক্ষার্থী আগের চেয়েও বেশি। এখন অপেক্ষা করছি বাকিটা আল্লাহ ভরসা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর