
সিরাজগঞ্জের তাড়াশে পিকআপ-আপ ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাসেদুল ইসলাম (৪০)।
সে তাড়াশ পৌর সদরের ওয়াপদাবাধ এলাকার আব্দুল কাদেরের ছেলে ও পিকআপ ভ্যানচালক।
শনিবার (১৯ এপ্রিল) সকালে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের আসানবাড়ি নামক স্থানে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জে শহীদ এম. এনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর