
রিজার্ভের ওপর চাপ কমাতে, ডলারের সংকট নিরসন এবং সরকারি ক্রয় প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতার জন্য সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করে আসছে সরকার। তবে নিরুৎসাহিত করা সরকারি পরিপত্র প্রতিপালনের উল্লেখযোগ্য দৃষ্টান্ত দেখাতে পারছেন না সরকারি কর্মকর্তারা।
সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর আশীর্বাদে মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে ব্যক্তিগত কর্মকর্তা পর্যায়ের আমলারাও বিদেশ সফরের সুযোগ পেয়েছেন। ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিভাগের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে বেশি ভাগ অর্থ দিয়ে আসছে চীনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস।
বিভিন্ন কৌশলে এবং প্রশিক্ষণের নামে সরকারি আদেশ (জিও) বাগিয়ে বিদেশ সফর বিলাস অব্যাহত রেখেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং এর অধীনস্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। ভিসা নিশ্চিতে পরিবারের সদস্যরাও জিও’তে অন্তর্ভুক্ত হচ্ছেন। পাশাপাশি ভ্রমণ বিলাসের বৈধতা দিতে বিদেশ ভ্রমণের শর্ত রেখেই চুক্তি করা হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে।
গত ২৬ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৪’-এ অংশ নিতে স্পেনের বার্সালোনা সফর করেছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান এবং যুগ্ম সচিব তৈয়বুর রহমান। একই অনুষ্ঠানের জন্য ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত স্পেন সফর করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পদত্যাগকারী চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ। তার সফরসঙ্গী ছিলেন বিটিআরসির আরও দুই কর্মকর্তা। গত ৩ থেকে ৬ মার্চ আয়োজিত ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৫’ এ অংশ নিতে স্পেনের বার্সালোনা সফর করেন আইসিটি বিভাগের উপসচিব (প্রশাসন) মোহাম্মদ সাইফুল হাসান। গত ১১ ফেব্রুয়ারি এ-সংক্রান্ত জারি করা জিও’র স্বাক্ষরকারী কর্মকর্তাও তিনি। জিও পর্যালোচনায় দেখা যায়, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের দুই ব্যক্তিগত কর্মকর্তার নামও ছিল সেখানে। তবে অনুষ্ঠানের আগেই নাহিদ ইসলাম পদত্যাগ করলে, শেষ পর্যন্ত আর স্পেনে যাননি বলে নিশ্চিত করেন তাদের একজন। এই সফরের অর্থ দিয়েছে চীনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস।
জানা গেছে, ৫জি প্রকল্পের কাজ হুয়াওয়েকে দিতে দরপত্র উন্মুক্তকরণ নোটিশ দেওয়ার দিন থেকে থেকে শুরু করে হুয়াওয়ের কাজ পাওয়ার দিনটি পর্যন্ত সব ধরনের সরকারি কাজ নজিরবিহীন দ্রুতগতিতে এগিয়েছে। আর এই দ্রুতগতিতে কাজ করতে গিয়ে ৫জি প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) লঙ্ঘন করেছে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিকাল ইউনিটের (সিপিটিইউ) ক্রয় সংক্রান্ত নীতিমালা। সেই সময় আইন লঙ্ঘন করে বিটিসিএল ৫জি প্রকল্পে হুয়াওয়েকে নিয়োগ দেওয়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান এবং যুগ্ম সচিব তৈয়বুর রহমান ২৬ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৪’-এ অংশ নিতে স্পেনের বার্সালোনা সফর করেন ।
গত বছরের মার্চে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৪’-এ অংশ নিতে স্পেনের বার্সালোনা হুয়াওয়ে টেকনোলজিস এর অর্থে সফর করেছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের (পিটিডি) সচিব মুশফিকুর রহমান, তার একান্ত সচিব (উপসচিব) মোকলেছুর রহমান । মুকলেছুর ছাড়াও স্পেন সফরের সরকারি অনুমতি পেয়েছিলেন রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের এমডি নুরুল মাবুদ চৌধুরী, অতিরিক্ত মহাব্যবস্থাপক শিরিন আক্তার এবং সেসময় আইসিটি বিভাগের পলিসি এডভাইজারের দায়িত্বে থাকা ফয়েজ আহমেদ তৈয়্যব। তবে অনুসন্ধান বলছে, ঠিকাদারের অর্থে এই সফরে অংশ নেননি ফয়েজ তৈয়্যব।
টেলিটকের একটি প্রকল্পের কাজের অধীন কারখানা পরিদর্শন বা টেস্টের নামে ১৮ থেকে ২৫ জানুয়ারি প্রকল্পের পরিচালক এ এম আখতারুল ইসলাম এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস উইংয়ের তৎকালীন মহাপরিচালক খলিল উর রহমানকে চীন সফর করায় হুয়াওয়ে।
এছাড়াও বিটিআরসির চার কর্মকর্তাকে স্পেনের বার্সালোনায় নিয়ে যায় হুয়াওয়ে। তারা হলেন- স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের ফারহান আলম এবং চেয়ারম্যানের একান্ত সচিব ও সিনিয়র সহকারী পরিচালক ইশতিয়াক আরিফ।
সরকারি কর্মকর্তাদের ঠিকাদার প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ ভ্রমণে মূলত ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মকর্তাদের বিনোদনমূলক উপহার। সরকারি কর্মকর্তাদের ভ্রমণের পেছনে ব্যয় করা অর্থ আমাদের কাছ থেকেই মুনাফা হিসেবে আদায় করে নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। ক্রয় প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা (ঠিকাদারদের সাথে) পরস্পর যোগসাজশে চুক্তিতে এসব শর্ত দেয়। এতে প্রকল্পের টাকা যেমন লুটপাত হয় তেমনি বিদেশ সফর বাবদ কর্মকর্তাদের আয় হয়। গরিব মানুষের ট্যাক্সের টাকা অপচয় করতে যে তাদের বাধে না, তার প্রকৃষ্ট প্রমাণ পুকুর কাটার জন্য, খিচুড়ি রান্না দেখার জন্য কর্তাব্যক্তিদের বিদেশ সফর। কেনাকাটায় দুর্নীতি, প্রকল্পের টাকা নয়ছয়, যেনতেনভাবে ছুতানাতায় সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর এখন আর কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। এমনটি ধারবাহিকভাবে ঘটেই চলেছে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর