
ফেনীর সোনাগাজিতে নুর ইসলাম (৭৮) নামে এক বৃদ্ধ কে কথা কাটাকাটির জেরে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একই বাড়ির হাশেমের পুত্র মিলনের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় একটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। নুর ইসলাম মতিগঞ্জ ইউনিয়নের ছাড়াইতকান্ধি গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, হাশেম ও তার ছেলে মিলন দীর্ঘদিন বিভিন্ন ইস্যুতে নুর ইসলাম ও তার পরিবারের নারী সদস্যের উপর হামলা র চেষ্টা করে। বারবার তাঁদের মারধর ও হত্যাচেষ্টা করেছে। একটি বৈদ্যুতিক তারের সূত্র ধরে নুর ইসলামের মাথা ফাটিয়ে দেয় মিলন। এতে বাঁধা দিলে তার পুত্রবধূ নুর জাহান কে মারধর করে তার গলার চেইন ও কানের ধুল যার আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় রাতেই সোনাগাজি মডেল থানায় একটি অভিযোগ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই গোলাম কিবরিয়া শনিবার দুপুরে মামলা তদন্ত করতে সরেজমিনে আসেন। এসময় মিলন ও তার বাবা হাশেমকে মাথা ফাটানোর বিষয়ে জিজ্ঞেস করলে তারা কোন সদুত্তর দিতে পারে নি বলে জানান।
এ বিষয়ে নুর ইসলামের নাতি বিডি ক্লিন সোনাগাজি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলি ফিরোজ জানান, আমার নানাকে দীর্ঘ দিন এই পরিবার বিভিন্ন ভাবে অত্যাচার করেছে। তাদের বৈদ্যুতিক তারের প্রধান লাইন আমার নানার ঘরের উপর দিয়ে সংযোগ প্রদান করা হলেও খোলা জায়গা দিয়ে পিলার হতে আমাদের তার সংযোগ হচ্ছে যেখানে তাদের কোন ঘর বা স্থাপনা নেই। এ ঘটনায় সামান্য কথা কাটাকাটির মধ্যে ব্যাপক মারধর করে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি।
এ বিষয়ে সোনাগাজি থানার অফিসার্স ইনচার্জ বায়েজিদ আকন জানান, অভিযোগের বিষয়ে অবগত হয়েছি। তদন্ত কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর