
'মানবতার কল্যাণে মাদার তেরেসা' এই প্রতিপাদ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা।
সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য এবার এই সম্মাননায় ভূষিত হয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরী।
শনিবার (১৯ এপ্রিল) রাজধানী ঢাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মাদার তেরেসা রিসার্চ ওয়েল ফেয়ার কাউন্সিলের আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মাদার তেরেসা অ্যাসোসিয়েশনের মহাসচিব এইচএম আরমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আহসান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
সম্মাননা গ্রহণকালে মজিবুর রহমান চৌধুরী বলেন, "এই অ্যাওয়ার্ড প্রাপ্তি শুধু আমার একার নয়। এটি নালিতাবাড়ী উপজেলার পুরো ১নং পোড়াগাঁও ইউনিয়নবাসীর জন্য। এই সম্মান যাতে আমি ধরে রাখতে পারি এবং মানব কল্যাণে কাজ করে যেতে পারি এজন্য সকলের দোয়া ও ভালোবাসা চাই।"
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তারা মজিবুর রহমান চৌধুরীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর