
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গত ৪৮ ঘণ্টায় আরও অন্তত ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ১৫৭ জনে।
রোববার (২০ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলু ও সংবাদমাধ্যম আল জাজিরার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, শনিবারও গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ অব্যাহত ছিল। এতে কমপক্ষে ৫২ জন প্রাণ হারান। একইসঙ্গে গাজার বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় আরও ২১৯ জনকে ভর্তি করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদোলু জানায়, হামলায় এখন পর্যন্ত আহতের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭২৪ জনে পৌঁছেছে। অনেক হতাহত এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।
গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ আরও জোরদারের নির্দেশ দিয়েছেন। হামাসের সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি-আমেরিকান বন্দি এডান আলেকজান্ডারকে পাহারা দেওয়া এক প্রহরীর মরদেহ উদ্ধার করেছে। তবে ওই বন্দির বর্তমান অবস্থান বা ভাগ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘর্ষের পর আন্তর্জাতিক চাপ ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এর ফলে প্রায় দুই মাস অঞ্চলটিতে আংশিক শান্তি বজায় থাকলেও গাজা থেকে সেনা প্রত্যাহার ইস্যুতে মতানৈক্য দেখা দেয়। এর জেরে চলতি বছরের মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ফের ইসরায়েল গাজায় বিমান হামলা শুরু করে।
সর্বশেষ খবর