
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আমাদেরকে বিভাজিত করতে, দুর্বল করতে এই প্রচেষ্টাগুলো অব্যাহত থাকবে জানি।
তাই সেসব অপরাজনীতির নোংরামি নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান থাকবে। শনিবার (১৯ এপ্রিল) রাতে ‘বিলাসীজীবন’সহ নানা প্রশ্নের মুখে সারজিস-হাসনাত-শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল প্র থম আলো।
ওই প্রতিবেদনে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে ধরা হয়।প্রতিবেদনটি প্রকাশের কিছুক্ষণ পর হাসনাত আব্দল্লাহ নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। যেখানে তিনি জানান, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রকাশ করেছে প্র থম আলো।
হাসনাতের পোস্টের পরপরই কোনোরুপ ব্যাখ্যা ছাড়াই প্র থম আলো তার প্রতিবেদনের শিরোনাম বদলে ফেলে। খবরের ভেতরেও পরিবর্তন করে।
এর পরপরই প্র থম আলোর অপেশাদার ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের সমালোচনা শুরু হয় ফেসবুকে। এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন মোহাম্মদ মিরাজ মিয়া। ওই পোস্টে মন্তব্য করেছেন এনসিপির নেতা সারজিস আলম।
যেখানে তিনি বলেছেন, আমাদেরকে বিভাজিত করতে, দুর্বল করতে এই প্রচেষ্টাগুলো অব্যাহত থাকবে জানি। তাই সেসব অপরাজনীতির নোংরামি নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান থাকবে। ইনশাআল্লাহ সত্যের জয় আবশ্যক।
তিনি বলেন, চোখের সামনে লাশ আর রক্ত দেখেছি। হাসিনার বাহিনী, ইন্টেলিজেন্স, এজেন্সি এসব পার করে এসেছি। ফাউন্ডেশনের হয়ে অন্তত ৬০০ শহীদ পরিবারের সঙ্গে কথা বলেছি।
সন্তান হারানো মা-বাবার অঝোরে কান্না দেখেছি। ওই ৫ আগস্টে বাংলাদেশকে নিয়ে দেখা নতুন স্বপ্নগুলোকে সামনে রেখে মানুষের খুশির আর্তনাদ দেখেছি। এগুলো এখনো ভুলিনি। আমৃত্যু ভোলা সম্ভব নয়।
সারজিস আরো বলেন, ওপেন চ্যালেঞ্জ করতে পারি- অবৈধ এক টাকা স্পর্শ করিনি, অনৈতিক বিষয়ে কারো পক্ষে একটা কথা বলিনি।
এনসিপির এ নেতা বলেন, কিন্তু তিক্ত সত্য এটাই যে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে যেসবের সঙ্গে বিন্দুমাত্র সম্পৃক্ততা নাই সেসব বিষয়ে জোর করে নাম জড়ানো হয়। সব মানুষ ফ্যাক্ট চেক করতে পারে না। অনেকের ভেতরে ভুল ধারণা সৃষ্টি হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর