
রাজধানীর হাতিরঝিলের মোড়ল গলি থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। প্রাথমিকভাবে তার নাম আরিফ (৩৪) বলে জানা গেছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু। তিনি জানান, মোড়ল গলির মুখ থেকে রক্তাক্ত অবস্থায় আরিফকে উদ্ধার করে দ্রুত ঢামেকে পাঠানো হয়। তার মাথায় গভীর আঘাত রয়েছে এবং অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আরিফকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন হাতিরঝিল থানা পুলিশ। তার সঙ্গে আহত আরও কয়েকজন ব্যক্তি ছিলেন। হাসপাতালের একাধিক চিকিৎসক জানিয়েছেন, আরিফের মাথার ওপরের অংশে গুরুতর আঘাত রয়েছে, এছাড়া মুখে গুলির চিহ্ন থাকার আশঙ্কা করছেন তারা। তবে তা নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন।
হাসপাতালে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আরিফের সঙ্গে আসা আহত ব্যক্তিদের বরাতে জানা গেছে, আরিফ রাজধানীর ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সক্রিয় সদস্য। পাশাপাশি তিনি একটি ওয়ার্কশপে কাজ করতেন। তার বাবার নাম গিয়াস উদ্দিন সরদার। বর্তমানে তারা ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় বসবাস করেন।
তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে বা কারা এর পেছনে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে হাতিরঝিল থানা পুলিশ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর