
ঢাকার প্রাইমএশিয়া ইউনিভার্সিটির এক শিক্ষার্থী খুন হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার পর এ ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম পারভেজ। তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। বাড়ি ময়মনসিংহ জেলায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাম্পাসসংলগ্ন একটি দোকানে বন্ধুদের সঙ্গে সিঙাড়া খাচ্ছিলেন পারভেজ। এ সময় পাশেই সদ্য ভর্তি হওয়া ইংরেজি ও ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী অবস্থান করছিলেন। ওই দুই ছাত্রী অভিযোগ করেন, পারভেজ তাদের উত্ত্যক্ত করেছেন এবং বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানান।
পরবর্তীতে প্রক্টর পারভেজকে ডেকে পাঠান। সেখানে পারভেজ দাবি করেন, তারা নিজেদের মধ্যে হাসাহাসি করছিলেন, কাউকে উত্ত্যক্ত করেননি। তবে পরিস্থিতি বিবেচনায় তাকে ছাত্রীদের কাছে ক্ষমা চাইতে বলা হয় এবং তিনি তা করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রক্টরের অফিস থেকে বের হওয়ার পর পারভেজকে কিছু শিক্ষার্থী হুমকি দেয়। এরপর কিছু অজ্ঞাত বহিরাগত এসে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার বুকের বাম পাশে আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, “ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এজহার পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। শুধু বাগবিতণ্ডা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”
সর্বশেষ খবর