
'চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল' প্যাকেজের আওতায় বরগুনায় একটি হাসপাতাল স্থাপনের দাবিতে এই মানববন্ধন হয়।
রবিবার (২০ এপ্রিল) সকাল ১০.৩০টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বরগুনায় চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরগুনা উন্নয়ন ফোরাম, বরগুনা প্রেসক্লাব, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরামের আয়োজনে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, বরগুনা একটি অবহেলিত জেলা, আর এ জেলায় কোন একটি আধুনিক হাসপাতাল নেই। নামে মাত্র ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থাকলেও ডাক্তার ও নার্স নেই।
আমাদের একটাই দাবি, চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল বরগুনায় স্থাপন করতে হবে। দাবি আদায়ের জন্য প্রয়োজনে রাজপথে থাকবো।
মানববন্ধন শেষে বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রেজবুল কবিরের নেতৃত্বে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর