
নাটোরের বাগাতিপাড়ায় অবৈধভাবে পুকুর খনন করে ইটভাটায় মাটি সরবরাহের সময় ১০ টি মাটিবাহী ট্রাক জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা।
শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে উপজেলার দয়ারামপুর এলাকা থেকে ওই ট্রাকগুলো জব্দ করা হয়। পরে ট্রাকগুলো বাগাতিপাড়া মডেল থানায় সোপর্দ করেন সেনাবাহিনীর সদস্যরা। এসময় ওই এলাকা থেকে ভেকুর দুটি ব্যাটারিও জব্দ করেন সেনা সদস্যরা।
বাগাতিপাড়া মডেল থানার সেকেন্ড অফিসার এসআই দুলাল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর সদস্যরা ট্রাক ও ব্যাটারী জব্দ করে থানায় দিয়েছে। বিকালে নাটোর থেকে সার্জেন্ট আসার পরে এ বিষয়ে আইনি সিদ্ধান্ত নেয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর