
ছয় দফা দাবিতে বরগুনা টাউন হল অগ্নিঝরা ৭১ সামনে সড়ক অবরোধ করেছেন বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা নিজেদের ছয় দফা দাবির বাস্তবায়ন দাবি করে রাস্তা অবরোধ করেছে। সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করছেন তারা।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে শিক্ষার্থীরা বরগুনা টাউন হল অগ্নিঝরা ৭১ সামনে অবস্থান নেন। পলিটেকনিকের ছাত্র আন্দোলনের ব্যানারে এ আন্দোলন শুরু করে। আন্দোলনের ফলে সড়কের দুপাশেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ তাদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের বৈঠক ফলপ্রসূ হয়নি। এ কারণে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি সমূহ না মানা হবে ততক্ষণ তারা রাজপথ ছাড়বে না।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর