
জয়পুরহাট পৌর সভার নিয়ন্ত্রণাধীন সকল মার্কেট ও দোকান সমূহের ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে ৩ ঘণ্টাব্যাপী কমপ্লিট শাটডাউন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ওইসব মার্কেটের ব্যবসায়ীরা।
জয়পুরহাট পৌরসভা নিয়ন্ত্রণাধীন সকল মার্কেট ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে রবিবার সকাল ১০টায় ওই সকল মার্কেটের ব্যবসায়ীরা শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে সমবেত হয়। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান।
এরপর ব্যবসায়ীরা বেলা ১টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় পৌরসভা নিয়ন্ত্রণাধীন সকল মার্কেট ও দোকান বন্ধ রাখা হয়।
অবস্থান র্কসূচীতে বক্তব্য রাখেন মার্কেট ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ বাবু, ওবাইদুর রহমান টিসু, উপদেষ্টা শাহজাহান আলী প্রমুখ। এ সময় তারা দোকান ভাড়া বৃদ্ধি না করে পূর্বের ভাড়া বহাল রাখার দাবী জানিয়ে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর নিকট স্মারকলিপি প্রদান করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর