
প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণা, রেজিস্ট্রেশন স্থগিত আদেশ প্রত্যাহার, অফিস সহায়ক নিয়োগসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি জমা দিয়েছে লালমনিরহাটের ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা।
রবিবার (২০ এপ্রিল) সকাল ১১ টার দিকে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন এবং মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদা করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি লালমনিরহাট।
মানববন্ধনে স্মারকলিপিতে উল্লিখিত ৬ দফা দাবি বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি লালমনিরহাটের সভাপতি আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, শিক্ষক আখতার হোসেনসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার লালমনিরহাট জেলদয় কর্মরত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর