
কুড়িগ্রামের রৌমারীতে সাপের কামড়ে আহত হয়েছে আলিফ হোসেন (৮) নামের এক শিশু। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার সময় স্বজনরা সাপটিকেও সঙ্গে করে নিয়ে যান-কী ধরনের সাপ এবং তা বিষাক্ত কিনা, তা জানার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।
ঘটনাটি ঘটেছে গতকাল (শনিবার) রাতে, রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী এলাকায়। আহত শিশু আলিফ হোসেন তার বাবা হাবিল উদ্দিনসহ নানাবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে ফসলি জমির ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি সাপ এসে আলিফের ডান পায়ের গোড়ালিতে কামড় দেয়।
চিৎকার শুনে সঙ্গে থাকা বাবা দৌঁড়ে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। এরপর দ্রুত আলিফকে নিয়ে পরিবারের সদস্যরা রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। সাথে ছিল মেরে ফেলা সাপটিও।
আলিফের স্বজনরা জানান, ঠিক কী প্রজাতির সাপ কামড় দিয়েছে এবং সেটি বিষাক্ত কিনা—এই সন্দেহ থেকেই সাপটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা করে দেখা গেছে, সাপটি বিষাক্ত নয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর