
ময়মনসিংহের ভালুকায় অবৈধ ডিজেল-পেট্রোল বিক্রির একটি দোকানে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় আমির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আমির হোসেন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী এলাকায়, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজী হোসেনের মালিকানাধীন একটি প্রজেক্টে।
জানা গেছে, আমির হোসেন দীর্ঘদিন ধরে ওই প্রজেক্টে থেকে অবৈধভাবে খোলা বাজারে ডিজেল ও পেট্রোল বিক্রি করতেন। আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থের উপস্থিতি ও অসতর্কতার কারণে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
ঘটনার সময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত পুলিশকে খবর দেয়। পরে ভালুকা থানা পুলিশ ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদস্যরা দোকানে প্রবেশ করে দেখতে পান, দুইটি ড্রামের মাঝখানে আমির হোসেনের পুড়ে যাওয়া লাশ পড়ে আছে। পরে লাশটি উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল রহমান জানান, রাত ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং পরে পোড়া লাশটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়।
ঘটনার বিষয়ে ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মিজানুর রহমান বলেন, “নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর