
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটে ধরলা নদীতে ডুবে গিয়ে এরফান আলী (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর রবিবার (২০ এপ্রিল) বিকেলে ধরলা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত এরফান সদর উপজেলার কর্ণপুর এলাকার সুজাত হোসেন দুলুর ছেলে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এরফান ধরলা নদীর চর এলাকা থেকে ব্যাপারীটারী যাওয়ার সময় হঠাৎ পানিতে পড়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।
পরবর্তীতে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল রবিবার সকালেও উদ্ধার অভিযানে অংশ নেয়, তবে তারা এরফানকে খুঁজে পায়নি।
বিকেলের দিকে কুলাঘাট ইউনিয়নের খাড়ুয়া ঘাট এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি এরফানের মরদেহ বলে শনাক্ত করে।
এরফানের মামা বেলাল হোসেন বলেন, “এতো ছোট একটি শিশুর অকাল মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। আমরা এই ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না।”
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী আরও জানান, “পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর