
কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করেছে একদল যুবক, যারা নিজেদেরকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে দাবি করেছে।
রবিবার (২০ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্থানে এ মিছিল অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীদের মুখ কালো কাপড়ে ঢাকা, ফলে কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওগুলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খানের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কোনো একটি অংশে করা হয়ে থাকতে পারে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “সকালে এমন একটি মিছিল হয়েছে বলে শুনেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং মিছিলকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর