
২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে গাইবান্ধায় আহত প্রায় ২০০ আন্দোলনকারী যোদ্ধার মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এসব স্বাস্থ্য কার্ড হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ। তিনি নিজ হাতে আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার নিশাত আঞ্জেলা, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও, অনুষ্ঠানে জুলাই গণআন্দোলনের ছয় শহীদের পরিবারসহ দুই শতাধিক আন্দোলনকারী অংশ নেন।
অনুষ্ঠানে শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম আবেগঘন কণ্ঠে বলেন, “আমার সন্তানের রক্তের বিচার এখনো হয়নি। যারা এই পরিস্থিতির মধ্যে নির্বাচন চায়, তাদের উদ্দেশ্যে বলছি—সবার আগে চাই ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ। এরপর হোক গণতন্ত্রের পথচলা।”
এর আগে, জেলা প্রশাসক ও পুলিশ সুপার যৌথভাবে ডিসি অফিস-সংলগ্ন এলাকায় ‘জুলাই যোদ্ধা ২০২৪’–এর গাইবান্ধা জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হয়েছিল একটি গণআন্দোলন, যা কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। এ সময় অনেক ছাত্র-জনতা আহত ও নিহত হন। এ কর্মসূচি ছিল সেই আন্দোলনের অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি উদ্যোগ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর