
খাগড়াছড়ির রামগড় উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি (বন্দুক) ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) দুপুরে ১ নম্বর রামগড় ইউনিয়নের যৌথখামার সরকারি বিদ্যালয়ের প্রবেশপথের পাশের ঝোপঝাড় থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদ্যালয়ের প্রবেশপথের পাশে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি দেখতে পান তারা।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, “উদ্ধারকৃত অস্ত্রটি তালিকাভুক্ত আলামত হিসেবে জব্দ করে থানায় রাখা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর