
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (২০ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী এবং ছাত্রদলের একজন সক্রিয় নেতা ছিলেন। তাকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ছাত্রদল গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন এবং সকল ইউনিটকে তা সফলভাবে পালনের নির্দেশ দেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদার দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর স্বাক্ষরিত এক পৃথক বিবৃতিতে বলা হয়, সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হবে।
বিবৃতিতে আরও বলা হয়, জাহিদুল ইসলাম পারভেজ শুধু একজন মেধাবী শিক্ষার্থীই নয়, বরং তিনি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানেও সাহসিকতার সঙ্গে অংশগ্রহণকারী ছিলেন। তার ওপর এ ধরনের নির্মম সন্ত্রাসী হামলা গণতন্ত্র ও ছাত্র রাজনীতির জন্য ভয়ানক হুমকি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর