
নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা দুই মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন আগামী ২২ জুন ২০২৫ পর্যন্ত নিবন্ধনের আবেদন জমা দেওয়া যাবে। রবিবার (২০ এপ্রিল) নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আখতার হামিদ।
তিনি বলেন, “ইসির পূর্বঘোষিত গণবিজ্ঞপ্তির ভিত্তিতে রোববার ছিল নিবন্ধনের শেষ দিন। তবে বিভিন্ন দল সময় বাড়ানোর আবেদন করায় কমিশন তা বিবেচনায় নিয়ে সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।”
এর আগে, গত ১৭ এপ্রিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের জন্য সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশন সচিবের কাছে ৯০ দিনের সময় চেয়ে চিঠি দেয়।
চিঠিতে এনসিপি উল্লেখ করে, “২০২২ সালের বিতর্কিত নির্বাচন কমিশন গঠন আইনের মাধ্যমে গঠিত বর্তমান ইসি কাঠামো স্বচ্ছতা, রাজনৈতিক নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। তাই নতুন দলের নিবন্ধনের পাশাপাশি মৌলিক সংস্কারের আলোকে নির্বাচন কমিশন পুনর্গঠনও জরুরি।”
প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর